প্রশ্ন
ইসলাম কী কী মানবাধিকার দিয়েছে? এ বিষয়টি আমি জানতে চাই।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইসলামে মানুষের অধিকারকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হল হককুল্লাহ বা আল্লাহর অধিকার। আরেকটি হল, হককুল ইবাদ বা মানুষের অধিকার। আল্লাহর সাথে যে সকল অধিকার সম্পৃক্ত তা গ্রহণ করা বা মাফ করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আর মানুষের সাথে সম্পৃক্ত যে সকল অধিকার রয়েছে, তা নষ্ট হলে সংশ্লিষ্ট ব্যক্তি যদি দাবি না ছাড়ে তাহলে তা থেকে মুক্তির কোনো উপায় থাকবে না।
মানবাধিকার মানুষের জন্মগত অধিকার। মানবেতিহাসে আদম (আ.) থেকে শুরু করে রাসূল (সা.) পর্যন্ত কুরআনে এই অধিকারগুলো সংরক্ষিত আছে। আদম (আ.)-কে সৃষ্টির পর বেহেশতেই আল্লাহ তাআলা নারী পুরুষকে সমঅধিকার দিয়েছেন। যেমন, কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَقُلْنَا يَاآدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ
‘আর আমি বললাম, ‘হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস কর এবং তা থেকে আহার কর স্বাচ্ছন্দ্যে, তোমাদের ইচ্ছানুযায়ী এবং এই গাছটির নিকটবর্তী হয়ো না, তাহলে তোমরা যালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।’ [সূরা বাকারা, আয়াত: ৩৫]
আয়াতে শুধু আদম (আ.)-এর জান্নাতে সুযোগ সুবিধা প্রাপ্তির কথা বলা হয়নি। বরং নারী পুরুষ উভয়কে সমঅধিকার দিয়ে আদম (আ.) ও হাওয়া (আ.) উভয়কে জান্নাতের নেয়ামতের মাঝে আল্লাহ তাআলা যুক্ত করে নিয়েছেন।
এই মানবাধিকার আল্লাহ প্রদত্ত। কুরআনে একে হক বলা হয়েছে। যেমন, কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
الْحَقُّ مِنْ رَبِّكَ فَلَا تَكُونَنَّ مِنَ الْمُمْتَرِينَ
‘হক তোমার রবের পক্ষ থেকে। সুতরাং তুমি কখনো সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হয়ো না।’ [সূরা বাকারা, আয়াত: ১৪৭]
অধিকার মানে মানুষকে একটি পাওয়ার দেওয়া। তার কোনো অধিকার নষ্ট হলে সেই ক্ষমতাবলে সে সংশ্লিষ্ট ব্যক্তি বা সংস্থার কাছে তা দাবি করতে পারে।
কুরআন হাদিসে মানুষের অসংখ্য অধিকারের কথা বলা হয়েছে। তন্মধ্যে আমরা সংক্ষিপ্তভাবে কয়েকটি অধিকারের কথা উল্লেখ করব। যেমন, ১. জীবন নিয়ে বেঁচে থাকার অধিকার। অর্থাৎ কেউ অন্যায়ভাবে কারো জীবন নাশ করতে পারবে না। ২. নির্যাতন ও নিপীড়ন থেকে বেঁচে থাকার অধিকার। ৩. সমমর্যাদা ও সমআচরণ পাওয়ার অধিকার। ৪. গোপনীয়তা রক্ষার অধিকার। ৫. খাদ্য প্রাপ্তির নিশ্চয়তার অধিকার। ৬. শিক্ষা প্রাপ্তির অধিকার। ৭. বস্ত্র প্রাপ্তির অধিকার। ৮. বাসস্থান গঠনের অধিকার। ৯. স্বাস্থ্যসেবা প্রাপ্তির অধিকার। ১০. ন্যায় বিচার প্রাপ্তির অধিকার। ১১. অপরাধ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত ব্যক্তি নিরাপরাধ গণ্য হওয়ার অধিকার। ১২. প্রত্যেক ব্যক্তির নিজ ধর্মকর্ম পালনের অধিকার। ১৩. সংগঠন, সমিতি বা দল গঠনের অধিকার। ১৪. সমাবেশ করার অধিকার। ১৫. মতামত প্রকাশের অধিকার। ১৬. বৈধ বিবাহের মাধ্যমে পরিবার গঠনের অধিকার। ১৭. অপরাধমুক্ত পরিবেশে জীবন যাপনের অধিকার। ১৮. দুষণমুক্ত পরিবেশে জীবন যাপনের অধিকার। ১৯. অনাহূত অপবাদ থেকে বেঁচে থাকার অধিকার। এ ছাড়াও আরো অনেক অধিকারের কথা কুরআন হাদিসে উল্লেখ করা হয়েছে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم