প্রশ্ন
বর্তমানে বাংলাদেশে বিপিএল নামে একটি ক্রিকেট লীগের আয়োজন করে থাকে। সারা দেশে এই উপলক্ষ্যে এক উম্মাদনা সৃষ্টি হয়ে থাকে। অনেকে সেই খেলায় অংশগ্রহণ করে থাকে। অংশগ্রহণকারীরার বিভিন্ন অ্যামাউন্টে টাকাও পেয়ে থাকে। আমি জানতে চাচ্ছি, শরিয়তের দৃষ্টিতে বিপিএল-এ অংশগ্রহণ করা ও তা থেকে প্রাপ্ত টাকা বৈধ হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
শরিয়তের দৃষ্টিতে খেলাধুলা করা অবৈধ নয়। তবে এক্ষেত্রে শরিয়ত কিছু শর্তারোপ করে দিয়েছে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
لَيْسَ مِنَ اللَّهْوِ إِلَّا ثَلَاثٌ: تَأْدِيبُ الرَّجُلِ فَرَسَهُ، وَمُلَاعَبَتُهُ أَهْلَهُ، وَرَمْيُهُ بِقَوْسِهِ وَنَبْلِهِ
‘তিন ধরনের খেলাধুলা অনুমোদিত কোনো ব্যক্তির তার ঘোড়াকে প্রশিক্ষণ দেয়া, নিজ স্ত্রীর সাথে খেলা-স্ফূর্তি করা এবং তীর ধনুকের প্রশিক্ষণ নেয়া।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ২৫১৩]
এই হাদিস থেকে মুহাদ্দিসিন ও ফুকাহায়ে কেরাম খেলাধুলা বৈধ হওয়ার ক্ষেত্রে কয়েকটি মূলনীতি বের করেছেন। নিম্নে তা উল্লেখ করা হল,
১. খেলাটি মৌলিকভাবে বৈধ হতে হবে। যদি তাতে অবৈধ কোনো কিছুর মিশ্রণ থাকে তাহলে তা বৈধ হবে না।
২. সেই খেলায় দ্বীনী বা দুনিয়াবি কোনো উপকারিতা থাকতে হবে। নিছক সময় ব্যয় করা বা অর্থহীন আনন্দ উপভোগের জন্য হতে পারবে না।
৩. খেলার মাঝে শরিয়ত বিরোধী কোনো কিছু থাকতে পারবে না।
৪. খেলায় লিপ্ত হয়ে শরিয়তের কোনো ফরজ বিধানের প্রতি গাফেল হওয়া যাবে না।
[তাকমিলাতু ফাতহুল মুলহিম ৪/৪৩৫]
বর্তমানে বিপিএল নামক ক্রিকেট লীগে জুয়া, বাদ্যযন্ত্রের ব্যবহার, নারী-পুরুষের অবাধ মেলামেশাসহ যাবতীয় শরিয়ত বিরোধী কর্মকান্ড সংঘটিত হয়ে থাকে। কাজেই কোনো মুসলমানের জন্য সেই লীগে অংশগ্রহণ করা ও তা থেকে প্রাপ্ত টাকা গ্রহণ করা বৈধ হবে। এ জাতীয় কর্মকান্ড থেকে বিরত থাকা প্রত্যেকের জন্য অপরিহার্য।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم