প্রশ্ন
আমার এক বন্ধু তার কিছু খ্রিস্টান কলিগদের দাওয়াত করেছে। তাদের খাবারের জন্য শুকরের মাংস করেছে। প্রশ্ন হল, আমার বন্ধুর এ কাজটি কি বৈধ হয়েছে? যদিও সে নিজে সেই মাংস খায়নি।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কোনো মুসলিমের জন্য শুকরের মাংস ক্রয়-বিক্রয় করা করা হারাম। চাই তা সে নিজের জন্য ক্রয়-বিক্রয় করুক, বা অন্যের জন্য। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
إِنَّ اللهَ وَرَسُولَهُ حَرَّمَ بَيْعَ الْخَمْرِ وَالْمَيْتَةِ وَالْخِنْزِيرِ وَالأَصْنَامِ
‘আল্লাহ তাআলা ও তাঁর রাসূল শরাব, মৃত জন্তু, শূকর ও মূর্তি কেনা-বেচা হারাম করে দিয়েছেন।’ [সহিহ বুখারি, হাদিস: ২২৩৬]
কাজেই আপনার বন্ধুর সেই কাজটি অবৈধ হয়েছে। এখন আপনার বন্ধুর করণীয় হল, কৃত ভুলের জন্য তওবা করা ও ভবিষ্যতে এমন কাজ করা থেকে বিরত থাকা।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم