প্রশ্ন
আমি জীবজন্তুর খাবার তৈরি করার কারখানায় কাজ করি। এখানে জীবজন্তুর খাবার প্রস্তুত করা হয় শুকরের মাংস থেকে। এগুলো আবার বাজারে বিক্রি করা হয়। প্রশ্ন হল, এ জাতীয় কারখানায় চাকরি করা বৈধ হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
শুকরের মাংস ক্রয় বিক্রয় করা হারাম। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
إِنَّ اللهَ وَرَسُولَهُ حَرَّمَ بَيْعَ الْخَمْرِ وَالْمَيْتَةِ وَالْخِنْزِيرِ وَالأَصْنَامِ
‘আল্লাহ তাআলা ও তাঁর রাসূল শরাব, মৃত জন্তু, শূকর ও মূর্তি কেনা-বেচা হারাম করে দিয়েছেন।’ [সহিহ বুখারি, হাদিস: ২২৩৬]
যেহেতু কারখানা মালিক শুকরের মাংস দ্বারা তৈরি এ পশু খাদ্য বাজারজাত করবে। কাজেই উক্ত কারখানায় কাজ করা মানে হারাম কাজে সহযোগিতা করা। যা সুস্পষ্টরূপে হারাম। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ
‘পাপ ও সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না।’ [সূরা মায়েদা, আয়াত: ২]
কাজেই উক্ত কারখানায় কাজ করা আপনার জন্য বৈধ হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم