প্রশ্ন
আমাদের এলাকার মুরুব্বীরা বলেন যে, বিবাহের মধ্যে মেয়ে পক্ষ থেকে একজন সাক্ষী থাকতে হবে। অন্যথায় বিবাহ সহিহ হবে না। তাদের এ কথাটি কি সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বিবাহের মধ্যে সাক্ষী রাখা জরুরি। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
لا نكاح إلا بولي وشاهدي عدل
‘ওলীর অনুমতি ও দুজন সাক্ষীর উপস্থিতি ব্যতীত বিবাহ শুদ্ধ হবে না।’ [সুনানে দারাকুতনী ৩/১৯০]
তবে সাক্ষীদের মধ্যে মেয়ের পক্ষ থেকে একজন সাক্ষী থাকতে হবে এমন কোন কথা শরিয়তে নেই।
তাই তাদের বক্তব্যটি সঠিক নয়।
ফাতাওয়া হিন্দিয়া ১/২৬৭; রদ্দুল মুহতার ৩/২১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم