প্রশ্ন
কোন গায়রে মাহরাম পুরুষ যদি গ্লাস থেকে পানি পান করার পর গ্লাসে কিছু পানি রয়ে যায় তাহলে গায়রে মাহরাম নারীর জন্য তা পান করা কি জায়েয আছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
গায়রে মাহরাম পুরুষের ঝুটা ব্যবহার করা বা পানকৃত পানির অবশিষ্টাংশ পান করা জায়েয আছে। হাদিস শরিফে এসেছে-
عن أم صبية الجهنية قال وزعم أنها قد أدركت وبايعت رسول الله صلى الله عليه و سلم قالت اختلفت يدي ويد رسول الله صلى الله عليه و سلم في الوضوء من إناء واحد
‘উম্মে সুবাইয়া (রা.) বলেন: আমি এবং রাসূল (সা.) অজুর সময় একই পাত্র থেকে পানি নিয়ে অজু করেছি।’ [শরহু মাআনিল আসার, হাদিস: ৯১]
আলবাহরুর রায়েক ১/১২৬; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/১২১; ফাতাওয়া হিন্দিয়া ১/২৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم