প্রশ্ন
কেউ যদি মুত্তাকী হতে চায় তাহলে তার জন্য কি বিয়ে করা শর্ত? বিয়ে করা ছাড়া কি মুত্তাকী হওয়া যায় না?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মুত্তাকী হওয়ার জন্য বিয়ে করা শর্ত নয়। তবে সাধারণত মানুষ বিয়ে করে না দু’টি কারণে। অক্ষমতা ও ব্যভিচার। একারণেই উমর (রা.) অবিবাহিত এক ব্যক্তিকে লক্ষ্য করে বলেছিলেন,
ما يمنعك عن النكاح إلا عجز أو فجور
‘তোমাকে বিয়ে করতে বাধা দিচ্ছে হয়ত অক্ষমতা, নয়তো ব্যভিচার।’ [মুসান্নাফে আব্দুর রাযযাক, হাদিস: ১০৩৮৪]
সুতরাং মুত্তাকী হওয়ার জন্য বিয়ে করা শর্ত নয় তবে বিয়ের মাধ্যমে মুত্তাকী হওয়া সহজ হয়ে যায়।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم