প্রশ্ন
আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেছেন, ‘তিনি যাকে ইচ্ছা হেদায়েত দান করেন’। যদি তাই হয়, তাহলে পথভ্রষ্ট হলে মানুষের দোষ কোথায়?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হেদায়েতপ্রাপ্ত হওয়া বা না হওয়ার বিষয়টি মানুষের সাথেই সম্পৃক্ত। মানুষ যখন হেদায়েতের পথ গ্রহণ করে, তখন আল্লাহ তাআলা তার জন্য সে পথে চলা সহজ করে দেন। আর যখন সে গোমরাহীর পথ ধরে, তখন আল্লাহ তাআলা সে পথে চলা তার জন্য সহজ করে দেন। কুরআনের আয়াতের মাধ্যমেই এ বিষয়টি প্রমাণিত। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَنُقَلِّبُ أَفْئِدَتَهُمْ وَأَبْصَارَهُمْ كَمَا لَمْ يُؤْمِنُوا بِهِ أَوَّلَ مَرَّةٍ وَنَذَرُهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ
‘আর যেহেতু তারা প্রথমবার ঈমান আনেনি, এর ফলে তাদের মনোভাবের ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে দিব এবং তাদেরকে তাদের অবাধ্যতার মধ্যেই বিভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াতে ছেড়ে দিব।’ [সূরা আনআম, আয়াত: ১১০]
আরেক আয়াতে ইরশাদ হয়েছে,
فَلَمَّا زَاغُوا أَزَاغَ اللَّهُ قُلُوبَهُمْ
‘অতঃপর তারা যখন বাঁকাপথ অবলম্বন করল, তখন আল্লাহ তাদের হৃদয়গুলোকে বাঁকা করে দিলেন।’ [সূরা সফ, আয়াত: ৫]
কাজেই কেউ যদি পথভ্রষ্ট হয়, তাহলে এর দায় তার উপরই বর্তাবে। কারণ সে নিজেই পথভ্রষ্ট হওয়াকে পছন্দ করে নিয়েছে। ফলে আল্লাহ তাআলা তার জন্য তা সহজ করে দিয়েছেন।
তাফসীরে ইবনে কাসীর ১/১৭৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم