প্রশ্ন
প্রতিবেশী কোন অমুসলিম যদি মারা যায় তাহলে তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য তাদের বাড়িতে যাওয়া যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রতিবেশী অমুসলিম হলেও তার হক রয়েছে। হাদিস শরিফে এসেছে-
وعن جابر بن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم الجيران ثلاثة جار له حق واحد وهو أدنى الجيران وجار له حقان وجار له ثلاثة حقوق فأما الذي له حق واحد فجار مشرك لارحم له له حق الجوار واما الذي له الحقان فجار مسلم له حق الاسلام وحق الجوار وأما الذي له ثلاثة حقوق فجار مسلم ذو رحم له حق الاسلام وحق الجوار وحق الرحم
‘প্রতিবেশী তিন প্রকার। কোন প্রতিবেশীর একটি হক, কারও দুটি হক, কারও তিনটি। একটি হক হল সেই প্রতিবেশীর যে মুশরিক এবং যার সাথে কোন আত্মীয়তা নেই। দুটি হক হল সেই মুসলিম প্রতিবেশীর। ইসলামের কারণে এবং প্রতিবেশী হওয়ার কারণে। তিনটি হক মুসলিম এবং আত্মীয় প্রতিবেশী। ইসলামের কারণে, প্রতিবেশী হওয়ার কারণে এবং আত্মীয় হওয়ার কারণে।’ [তাবারানী, বাযযার-মাযমাউয যাওয়ায়েদ, হাদিস: ১৩৫৩৬]
সুতরাং অমুসলিম প্রতিবেশী মৃত্যুবরণ করলে তাকে সান্ত্বনা প্রদানের জন্য তার বাড়িতে যাওয়ার অবকাশ রয়েছে।
তাফসীরে রূহুল মাআনী ২/২৩; তাফসীরে কুরতুবী ২/১১৯ ও ১৮/৪০; আহকামুল কুরআন ৫/৪৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم