প্রশ্ন
কুরআন হাদিসে যে প্রতিবেশীর প্রতি সদাচার করতে বলা হয়েছে এর মধ্যে কি অমুসলিম প্রতিবেশীও অন্তর্ভুক্ত। উল্লেখ্য, আমাদের পাশে কয়েকটি হিন্দু পরিবার রয়েছে। তাই বিষয়টি জানা প্রয়োজন।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, মুসলিম প্রতিবেশীর মত অমুসলিম প্রতিবেশীর প্রতিও সদাচার করতে হবে। হাদিস শরিফে এসেছে-
عن مجاهد أن عبد الله بن عمرو ذبحت له شاة في أهله فلما جاء قال أهديتم لجارنا اليهودي أهديتم لجارنا اليهودي ؟ سمعت رسول الله صلى الله عليه و سلم يقول ما زال جبريل يوصيني بالجار حتى ظننت أنه سيورثه
‘আবদুল্লাহ ইবনে আমর (রা.) এর পরিবারে একদা একটি ছাগল জবাই করা হল। তিনি ঘরে এসে বললেন: আমাদের ইহুদি প্রতিবেশীকে কি গোশত হাদিয়া দিয়েছ? আমাদের ইহুদি প্রতিবেশীকে কি গোশত হাদিয়া দিয়েছ? আমি রাসূল (সা.)-কে বলতে শুনেছি, জিবরাঈল (আ.) আমাকে প্রতিবেশীর হক সম্পর্কে এত বেশি উপদেশ দিচ্ছিলেন যে, আমার মনে হচ্ছিল যে, তিনি প্রতিবেশীকে আমার ওয়ারিশ বানিয়ে দিবেন।’ [সুনানে তিরমিযি, হাদিস: ২০০৭]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم