প্রশ্ন
আমি যৌবন কালে একটি ছয় তলা বাড়ি বানিয়েছি। এই বাড়ি নির্মাণের সময় আমি কিছু হারাম মালও ব্যয় করেছি। এখন জানতে চাচ্ছি, এ বাড়ি ব্যবহার করা আমার জন্য জায়েয আছে কি? যদি না থাকে তাহলে এখন আমার করণীয় কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হারাম মাল সর্বদা হারাম। এটি কখনো বৈধ হবে না। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
الْحَلَالُ بَيِّنٌ وَالْحَرَامُ بَيِّنٌ وَبَيْنَهُمَا مُشَبَّهَاتٌ لَا يَعْلَمُهَا كَثِيرٌ مِنْ النَّاسِ
‘হালাল স্পষ্ট। হারাম স্পষ্ট। এই দুটির মাঝে সন্দেহপূর্ণ অনেক বিষয় রয়েছে, যা অনেক মানুষই জানে না।] [সহিহ বুখারি, হাদিস: ৫২]
আপনি যেহেতু ঐ বাড়িটি নির্মাণে কিছু হারাম মাল ব্যবহার করেছেন তাই আপনার কর্তব্য হল যে পরিমাণ হারাম মাল ব্যবহার করেছেন ঐ পরিমাণ মাল তার প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়া।
আর যদি তার মালিক সম্পর্কে জানা না থাকে তাহলে সে পরিমাণ মাল সদকা করে দেওয়া। সাথে সাথে পূর্বের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে তাওবা ও ইস্তেগফার করা।
তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন।
মাবসূত সারাখসী ১০/১৯৬; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৪২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم