প্রশ্ন
জনৈক বক্তা তার বয়ানে বলেছে যে, প্রতি বৃহস্পতিবার রাসূল (সা.)-এর সামনে তাঁর উম্মতের আমলনামা পেশ করা হয়। রাসূল (সা.) তাদের নেক আমল দেখে খুশি হন। আর খারাপ আমল দেখে অসন্তুষ্ট হন। আমার প্রশ্ন হল, কুরআন বা হাদিসে এ ব্যাপারে কি কিছু বলা হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রতি বৃহস্পতিবার রাসূল (সা.)-এর সামনে তাঁর উম্মতের আমলনামা পেশ করা হয়- এ বিষয়ে কুরআন বা সহিহ হাদিসে আমরা কিছু খুঁজে পাইনি। তবে সহিহ হাদিসে এই বিষয়টি রয়েছে যে, প্রতি সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার দরবারে বান্দার আমলনামা পেশ করা হয়। হাদিস শরিফে এসেছে,
تُعْرَضُ الأَعْمَالُ يَوْمَ الاِثْنَيْنِ وَالْخَمِيسِ فَأُحِبُّ أَنْ يُعْرَضَ عَمَلِي وَأَنَا صَائِمٌ
‘প্রতি সোমবার ও বৃহস্পতিবার (আল্লাহ তাআলার দরবারে) আমল পেশ করা হয়। সুতরাং আমার আমলসমূহ যেন রোজা পালনরত অবস্থায় পেশ করা হোক এটাই আমার পছন্দনীয়।’ [সুনানে তিরমিযী, হাদিস: ৭৪৭]
সুতরাং বক্তাদের জন্য জরুরি হল, বয়ানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা। যে সকল বিষয় সহিহ সূত্রে বর্ণিত, সে সকল বিষয় মানুষের সামনে উপস্থাপন করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের সঠিক বুঝ দান করুন।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم