প্রশ্ন
আমি একটি বইয়ে পড়েছি যে, আল্লাহ তাআলা আদম (আ.)-কে নিজ হাতে সৃষ্টি করেছেন। আমি জানতে চাচ্ছি, অন্যান্য মানুষকে আল্লাহ তাআলা কি নিজ হাতে সৃষ্টি করেননি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রাণ বিশিষ্ট জীবের মাঝে আল্লাহ তাআলা শুধু আদম (আ.)-কে নিজ হাতে সৃষ্টি করেছেন। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
قَالَ يَاإِبْلِيسُ مَا مَنَعَكَ أَنْ تَسْجُدَ لِمَا خَلَقْتُ بِيَدَيَّ أَسْتَكْبَرْتَ أَمْ كُنْتَ مِنَ الْعَالِينَ
‘আল্লাহ বললেন, হে ইবলীস, আমার দু’হাতে আমি যাকে সৃষ্টি করেছি তার প্রতি সিজদাবনত হতে কিসে তোমাকে বাধা দিল? তুমি কি অহঙ্কার করলে, না তুমি অধিকতর উচ্চ মর্যাদাসম্পন্ন?’ [সূরা সাদ, আয়াত: ৭৫]
ইমাম দারেমী তার কিতাবে লিখেছেন,
وولي خلق آدم بيده مسيسا ، لم يخلق ذا روح بيديه غيره
‘আল্লাহ তাআলা নিজ হাতের স্পর্শের মাধ্যমে আদম (আ.)-কে সৃষ্টি করেছেন। এছাড়া প্রাণবিশিষ্ট অন্য কোনো জীবকে তিনি নিজ হাতে সৃষ্টি করেননি।’ [নাকযুদ দারেমী পৃ. ৬৪]
অন্যান্য প্রাণির ক্ষেত্রে আল্লাহ তাআলা শুধু বলেছেন, ‘কুন’। ফলে তারা আপনা আপনিই অস্তিত্বে এসে গিয়েছে।
মুসতাদরাকে হাকেম, হাদিস ৩২৪৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم