প্রশ্ন
আমি রাসূল (সা.)-এর প্রতি আমার মহব্বতকে কিভাবে বাড়াতে পারি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রাসূল (সা.)-এর প্রতি মহব্বত রাখা ঈমান সংশ্লিষ্ট একটি বিষয়। যার ঈমান যত বেশি হবে, রাসূল (সা.)-এর প্রতি তার মহব্বতও তত বেশি হবে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ
‘তোমাদের কেউ প্রকৃত মু’মিন হতে পারবে না, যতক্ষণ না আমি তার নিকট তার পিতা, তার সন্তান ও সব মানুষের অপেক্ষা অধিক প্রিয়পাত্র হই।’ [সহিহ বুখারি, হাদিস: ১৫]
রাসূল (সা.)-এর প্রতি মহব্বত কয়েকটি বিষয় জানার দ্বারা পরিমাপ করা যাবে। যেমন,
১. আল্লাহ তাআলা তাকে মানব মুক্তির জন্য প্রেরণ করেছেন, এই বিশ্বাস পরিপূর্ণভাবে থাকা। তিনি আল্লাহর প্রিয়পাত্র, তাই আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে মহব্বত করা।
২. আল্লাহ তাআলা তাকে যে মর্যাদা দান করেছেন, সেই মর্যাদার যথাযথ পরিচয় জানা এবং এই বিশ্বাস রাখা যে তিনি শ্রেষ্ঠ মানব।
৩. দ্বীন পৌঁছানোর ক্ষেত্রে তিনি যে কষ্ট ক্লেশ ভোগ করেছেন, সে বিষয়ে জানা থাকা।
৪. তাকে মহব্বতের ক্ষেত্রে সাহাবায়ে কেরামের অনুকরণ করা। সাহাবায়ে কেরাম যেমন নিজের জান-মাল ও সন্তান-সন্তুতির চেয়ে বেশি তাকে মহব্বত করেছিলেন, সেভাবে তাকে মহব্বত করা।
৫. জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁর সুন্নত মোতাবেক চলা।
এই কয়টি বিষয় যদি যথাযথভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে আমরা আশাবাদী, আল্লাহ তাআলা রাসূল (সা.)-এর প্রতি মহব্বত বৃদ্ধি কর দিবেন।
সহিহ মুসলিম, হাদিস: ৫৩২; সহিহ মুসলিম, হাদিস: ২২৭৮; সহিহ মুসলিম, হাদিস: ২৩২৫; সহিহ মুসলিম, হাদিস: ১৮১১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم