প্রশ্ন
দুই তিন দিন পরই জিলহজ্ব মাস শুরু হবে। আমি জিলহজ্বের প্রথম দশকে নখ-চুল না কাটার নিয়ত করেছি। আমি জানতে চাই, ঈদের দিন কখন আমি এগুলো কাটব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যারা জিলহজ্বের প্রথম দশকে নখ-চুল না কাটার আমলটি করবেন তারা ঈদের দিন কুরবানি শেষ করে এসে এগুলো কাটবেন। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
من كان له ذبح يذبحه فإذا أهل هلال ذي الحجة فلا يأخذن من شعره ولا من أظفاره شيئا حتى يضحي
‘যে ব্যক্তি পশু কুরবানি দিবে সে জিলহজ্ব মাস শুরু হলে কুরবানি করার আগ পর্যন্ত যেন নখ-চুল না কাটে।’ [সহিহ মুসলিম, হাদিস: ১৯৭৭]
বাযলুল মাজহূদ ১৩/১২; শরহুল মুহাযযাব ৮/৩৬২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم