প্রশ্ন
আমি শুনেছি, নিজ হাতে কুরবানি করা উত্তম। আমার প্রশ্ন হল, রাসূল (সা.) কি কখনো নিজ হাতে কুরবানি করেছিলেন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, বিভিন্ন সময় রাসূল (সা.) নিজ হাতে কুরবানি করেছেন বলে হাদিস শরিফে উল্লেখ রয়েছে।
আনাস ইবনে মালিক (রা.) বলেন: ‘রাসূলুল্লাহ (সা.) দু’টি সাদা-কালো বর্ণের (বড় শিং বিশিষ্ট) নর দুম্বা কুরবানি করেছেন। আমি দেখেছি, তিনি দুম্বা দু’টির গর্দানে পা রেখে বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার বললেন। অতঃপর নিজ হাতে যবেহ করলেন।’ [সহিহ বুখারি ২/৮৩৪]
আরেক হাদিসে এসেছে, আনাস (রা.) বলেন-
وَنَحَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ سَبْعَ بُدْنٍ قِيَامًا
‘নাবি কারিম (সা.) সাতটি উটকে দণ্ডায়মান অবস্থায় নহর করেছিলেন।’ [সহিহ বুখারি, হাদিস: ১৭১২]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم