প্রশ্ন
ঈদের দিন কী কী কাজ করা সুন্নত ও মুস্তাহাব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ঈদের দিনে কয়েকটি আমল সুন্নত ও মুস্তাহাব।
১. মিসওয়াক করে উত্তমরূপে ওজু ও গোসল করা।
২. উত্তম কাপড় পরিধান করা। উল্লেখ্য, নতুন কাপড় পরিধান করা জরুরি নয়।
৩. ভালো কোন সুগন্ধি ব্যবহার করা।
৪. নামাজের পূর্বে কিছু না খাওয়া।
৫. ঈদগাহে নামাজ পড়া। হাদিস শরিফে এসেছে, আবু সাঈদ রা. বলেন, নবি কারিম (সা.) ঈদুল ফিতর এবং আযহাতে ইদগাহে যেতেন। [সহিহ বুখারি ১/১৩১]
৬. রাস্তা দিয়ে যাওয়ার সময় উচ্চৈঃস্বরে তাকবীর বলা।
৭. সম্ভব হলে ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে আসা-যাওয়া করা।
মাআরিফুস সুনান ৪/৪৫১; শরহে মুনয়া ৫৬৬; রদ্দুল মুহতার ২/১৭৬; ফাতাওয়ায়ে হিন্দিয়া ১/২১১; বাদায়েউস সানায়ে ১/৬২৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم