প্রশ্ন
অনেক সময় মসজিদের ছাদের উপরে অনেক মুসল্লীদেরকে বিভিন্ন জিনিস রোদে শুকানোর জন্য দিতে দেখা যায়। জানতে চাই, মসজিদের ছাদ ব্যক্তিগত কাজে ব্যবহার করা কি বৈধ? এ কাজের জন্য যদি মসজিদে টাকা দেওয়া হয় তাহলে কি জায়েয হবে
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মসজিদের ছাদ ব্যক্তিগত কাজে ব্যবহার করা জায়েয নেই। কারণ মসজিদের ছাদও মসজিদের অন্তর্ভুক্ত। সুতরাং বিনিময় নিয়ে বা বিনিময় ছাড়া কোনভাবেই মসজিদের ছাদ এ ধরনের কাজে ব্যবহার করা যাবে না।
বাদায়েউস সানায়ে ২/২৮৭, আল বাহরুর রায়েক ২/৩০৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم