প্রশ্ন
চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজের শেষ দুই রাকাতে সূরা ফাতিহার পর ভুলে অন্য কোন সূরা পড়ে ফেললে কি সাহু সিজদা দিতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
এ ক্ষেত্রে সাহু সেজদা দিতে হবে না। তবে নিয়ম হলো প্রথম দুই রাকাতে সূরা ফাতেহা ও সূরা মিলাবে। আর শেষ দুই রাকাতে শুধু সূরা ফাতেহা পড়বে। অন্য কোন সূরা পড়বে না। হাদিস শরিফে এসেছে-
عَنْ أَبِى قَتَادَةَ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يُصَلِّى بِنَا فَيَقْرَأُ فِى الظُّهْرِ وَالْعَصْرِ فِى الرَّكْعَتَيْنِ الأُولَيَيْنِ بِفَاتِحَةِ الْكِتَابِ وَسُورَتَيْنِ
‘আবূ কাতাদা (রা.) বলেন: রাসূল (সা.) আমাদেরকে জোহর ও আসর নামাজ পড়ানোর সময় প্রথম দুই রাকাতে সূরা ফাতেহা ও দুটি সূরা মিলাতেন।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৭৯৮]
রদ্দুল মুহতার ১/৪৫৮-৪৫৯, আল বাহরুর রায়েক ১/২৯৫-২৯৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم