প্রশ্ন
আমি আমার মায়ের কথা শুনে আমার বাচ্চার চুল মেপে সে পরিমাণ রূপার মূল্যে সদকা দিয়েছি। জানতে চাই, হাদিসে কি এমন কোন বিধান আছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আপনার সদকা দেওয়া ঠিক হয়েছে। কারণ বাচ্চাদের চুল মেপে সে পরিমাণ স্বর্ণ রূপা বা তার মূল্য সদকা করা মুস্তাহাব।
عن بن عباس قال سبعة من السنة في الصبي يوم السابع يسمى ويختن ويماط عنه الأذى وتثقب أذنه ويعق عنه ويحلق رأسه ويلطخ بدم عقيقته ويتصدق بوزن شعره في رأسه ذهبا أو فضة
‘ইবনে আব্বাস (রা.) বলেন: জন্মের সপ্তম দিনে সাতটি কাজ করার সুন্নত। এর মধ্যে একটি হল, বাচ্চার মাথার চুলের ওজন করে সেই পরিমাণ স্বর্ণ বা রূপা সদকা করে দেওয়া।’ [আলমুজামুল আওসাত, মাজমাউয যাওয়ায়েদ ৪/৫৯]
ফাতহুল বারী ৯/৫০১-৫১০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم