প্রশ্ন
এক ব্যক্তি জানাজার নামাজ পড়িয়ে টাকা দাবি করেছে। এবং মৃতের স্বজনরাও তাকে টাকা দিয়েছে। এক আলেম বলল, জানাজার নামাজ পড়িয়ে তার আত্মীয়-স্বজন থেকে টাকা নেওয়া জায়েজ নয়। ঐ আলেমের কথা কি ঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
উক্ত আলেমের কথা সঠিক। জানাজার নামাজ পড়িয়ে টাকা নেওয়া বৈধ নয়। কারণ জানাজার নামাজ একটি ইবাদত। আর ইবাদতের বিনিময় নেওয়া শরিয়তে বৈধ নয়। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-
وَلَا تَشْتَرُوا بِآيَاتِي ثَمَنًا قَلِيلًا
‘তোমরা আমার আয়াতের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ কর না।’ [সূরা বাকারা, আয়াত: ২]
তাই ঐ ব্যক্তির কাজটি ঠিক হয়নি।
আদ্দুররুল মুখতার ৯/৬৫, খুলাসাতুল ফাতাওয়া ৩/১১৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم