প্রশ্ন
আমার এক বান্ধবীকে তাদের বাসার মহিলারা জামাতে নামাজ পড়াতে বলেছে। সে জানতে চায়, নারীরা নারীদের ইমামতি করতে পারবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মহিলা মহিলাদের ইমামতি করা মাকরুহ। সুতরাং আপনার বান্ধবী তাদের বাসায় মহিলাদেরকে জামাতে নামাজ পড়াতে পারবে না। হাদিস শরিফে এসেছে, ইবনু মাসউদ (রা.) বলেন-
أخروهن حيث أخرهن الله
‘আল্লাহ যেভাবে নারীদেরকে পিছনে রেখেছেন তোমরাও তাদেরকে পিছনে রাখ।’ [মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদিস: ৫১১৫]
আর বাহরুর রায়েক ১/৩৫১, শামী ১/৫৬৫-৫৬৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم