প্রশ্ন
আমার আব্বা কুরবানির উদ্দেশ্যে একটি খাসি ক্রয় করেন। কিন্তু কুরবানির দুইদিন পূর্বেই খাসিটি মারা যায়। এখন আমাদের করণীয় কী? জানালে উপকৃত হবো।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কুরবানি করা ওয়াজিব। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
من وجد سعة فلم يضح فلا يقربن مصلانا
‘যে ব্যক্তি সামর্থ্য থাকার পরও কুরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহে না আসে।’ [মুসনাদে আহমদ, হাদিস: ৮২৫৬]
কুরবানির পশু মারা যাওয়ার পরও আপনার পিতার উপর কুরবানি ওয়াজিব হয়ে থাকলে কুরবানির উপযুক্ত আরেকটি পশু ব্যবস্থা করা জরুরি।
মাজমাউল আনহুর ৪/১৭৩, আদ্দুররুল মুখতার ৬/৩২৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم