প্রশ্ন
অনেক সময় গায়রে মাহরাম মহিলা সামনে পড়ে যায়। জানতে চাই, গায়রে মাহরাম মহিলাকে সালাম দেওয়া যাবে কিনা?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
গায়রে মাহরাম যুবক-যুবতী একে অপরকে সালাম দিলে যেহেতু ফেতনা সৃষ্টি হতে পারে তাই ফুকাহায়ে কেরাম গায়রে মাহরাম যুবক-যুবতী একে অপরকে সালাম দিতে নিষেধ করেছেন। কাতাদা (রহ.) বলেন-
عن قتادة قال : أما امرأة من القواعد ، فلا بأس أن يسلم عليها ، وأما الشابة فلا
‘বৃদ্ধা নারীকে সালাম দেয়াতে সমস্যা নেই। তবে যুবতী নারীকে সালাম দিবে না।’ [মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদিস: ১৯৪৪৯]
রদ্দুল মুহতার ২/৩৭৩, আননাহরুল ফায়েক ১/২৭১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم