প্রশ্ন
অনেক স্বামীকে দেখা যায়, স্ত্রীর গায়ে হাত তোলে। শরিয়তে কি এটা জায়েয আছে? জায়েয থাকলে কতটুকু মারতে পারবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যে কোন কারণে স্ত্রীর গায় হাত তোলা শরিয়ত পছন্দ করে না। যদি স্ত্রীর কোন অপরাধ ছাড়াই স্বামী তার গায়ে হাত তোলে তাহলে তা জুলুম হবে এবং স্ত্রী মাফ না করলে কিয়ামাতের দিন তার জন্য কঠিন শাস্তি ভোগ করতে হবে।
তবে যদি স্ত্রী তার স্বামীর অবাধ্য হয় এবং উপদেশ দিয়ে, শয্যা পৃথক করেও তাকে ঠিক করা না যায় তাহলে তাকে সামান্য প্রহার করা যাবে।
কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-
وَاللَّاتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَاهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ وَاضْرِبُوهُنَّ
‘যে সকল স্ত্রীদের থেকে তোমরা অবাধ্যতার ভয় কর তাদেরকে উপদেশ দাও এবং শয্যা পৃথক করে দাও এবং প্রহার কর।’ [সূরা নিসা, আয়াত: ৩৪]
এ ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলি অবশ্যই লক্ষ রাখতে হবে।
ক. সংশোধনের উপরোক্ত দুটি পন্থা ব্যর্থ হলে কেবল তখনই হালকা প্রহারের অবকাশ আছে।
খ. চেহারা ও স্পর্শকাতর অঙ্গসমূহে প্রহার করা যাবে না।
গ. ক্ষতের সৃষ্টি হয়, হাড্ডিতে চোট লাগে, চামড়ায় দাগ পড়ে, রক্তপাত হয়, শরীরে দীর্ঘস্থায়ী প্রভাব-প্রতিক্রিয়া সৃষ্টি হয় এমনভাবে প্রহার করা যাবে না।
এক কথায় মৃদু প্রহার করা যাবে, যার দ্বারা শরীরে দীর্ঘস্থায়ী প্রতিক্রিয়া সৃষ্টি হবে না।
খুলাসাতুল ফাতাওয়া ৪/৪৪৪, বাদায়েউস সানায়ে ৩/৬৫০, আততাশরীয়ুল জিনায়ী ১/৩৮৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم