প্রশ্ন
মৃতকে বড়ই পানি দিয়ে গোসল করার কথা কি হাদিসে আছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মৃতকে বড়ই পানি দিয়ে গোসল করালে তার শরীর ভালো করে পরিষ্কার হয়। তাই যুগ যুগ ধরে এ নিয়ম চলে আসছে। তাছাড়া হাদিস শরিফেও মৃতকে বড়ই পানি দিয়ে গোসল করানোর কথা বলা হয়েছে। হাদিস শরিফে এসেছে-
عن أم عطية قالت توفيت إحدى بنات النبي صلى الله عليه و سلم فقال اغسلنها وترا ثلاثا أو خمسا أو أكثر من ذلك إن رأيتن واغسلنها بماء وسدر واجعلن في الآخرة كافورا أو شيئا من كافور
‘উম্মে আতিয়্যা (রা.) বলেন: রাসূল (সা.)-এর এক কন্যা ইন্তেকাল করলে তাকে গোসল দেওয়ার সময় তিনি বলেন: তোমরা তাকে বেজোড় সংখ্যায় গোসল দিও। তিনবার পাঁচবার কিংবা ভালো মনে করলে এরচেয়েও বেশি। এবং গোসল দেওয়ার সময় বড়ই পাতা মিশ্রিত পানি দিয়ে গোসল দিও। সর্বশেষ কর্পুর ব্যবহার কর।’ [সুনানে তিরমিযি, হাদিস: ৯৯০ ]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم