প্রশ্ন
পাঁচ ওয়াক্ত নামাজ, জুমার নামাম ইত্যাদিতে আযান দিতে শুনি। কিন্তু ঈদের নামাজের জন্য আযান দিতে শুনি না। এর কারণ কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ঈদের নামাজের জন্য আযান দেওয়া হয় না। এটিই শরিয়তের বিধান। রাসূল (সা.)এর যামানা থেকেই এই নিয়ম চলে আসছে যে, ঈদের নামাজের জন্য আযান দেওয়া হয় না। হাদিস শরিফে এসেছে-
عَنْ ابْنِ عَبَّاسٍ وَعَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَا لَمْ يَكُنْ يُؤَذَّنُ يَوْمَ الْفِطْرِ وَلَا يَوْمَ الْأَضْحَى
‘ইবনে আব্বাস ও জাবের ইবনে আবদুল্লাহ (রা.) বলেন: রাসূল (সা.) এর যামানায় ঈদুল ফিতর এবং ঈদুর আযহার জন্য আযান দেওয়া হত না।’ [সহিহ বুখারি, হাদিস: ৯৬০]
যেহেতু ঈদের নামাজের জন্য আযান না দেওয়াই শরিয়তের বিধান তাই ঈদের নামাজের জন্য আযান দেওয়া হয় না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم