প্রশ্ন
আমাদের এলাকায় এক লোক একটি লিফলেটে কিছু কথা লিখে প্রচার করছে। সেখানের একটি বিষয় হল, ঈদের নামাজের খুতবা একটি। দুটি খুতবা দেওয়া বেদআত। কিন্তু আমরা তো এত বছর দেখে আসছি, ঈদের নামাজে দুটি খুতবাই দেওয়া হয়। এ বিষয়ে সঠিক সমাধান জানতে চাচ্ছি।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জুমার নামাজের মত ঈদের নামাজেও দুটি খুতবা। যুগ যুগ ধরে এ নিয়মই চলে আসছে এবং এটিই শরিয়তের বিধান। হাদিস শরিফে এসেছে-
عن جابر قال خرج رسول الله صلى الله عليه و سلم يوم فطر أو أضحى . فخطب قائما ثم قعد قعدة ثم قام
‘জাবের (রা.) বলেন: রাসূল (সা.) ঈদুল ফিতর কিংবা আযহার দিন বের হয়েছেন। তিনি দাঁড়িয়ে একটি খুতবা দিলেন। অতঃপর বসলেন। অতঃপর আবার দাঁড়ালেন (এবং খুতবা প্রদান করলেন।)’ [সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১২৮৯]
বিশিষ্ট তাবেয়ি উবায়দুল্লাহ ইবনে উতবাহ রহ. বলেন:
عن عبيد الله بن عتبة قال : السنة أن يخطب الإمام في العيدين خطبتين يفصل بينهما بجلوس
‘সুন্নত হল ইমাম সাহেব দুটি খুতবা দিবেন এবং দুই খুতবার মাঝখানে বসবেন।’ [মুসনাদুল শাফেয়ি, হাদিস: ৩৪৭]
সুতরাং উক্ত ব্যক্তির কথায় বিভ্রান্ত হওয়ার কিছু নেই।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم