প্রশ্ন
অন্যান্য নামাজের মত ঈদের নামাজের কি ইকামাত আছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ঈদের নামাজের মধ্যে আযান, ইকামাত কোনটিই নেই। আযান, ইকামাত ছাড়াই ঈদের নামাজ পড়ার নিয়ম। হাদিস শরিফে এসেছে-
عن جابر بن عبدالله قال شهدت مع رسول الله صلى الله عليه و سلم الصلاة يوم العيد فبدأ بالصلاة قبل الخطبة بغير أذان ولا إقامة
‘জাবের ইবনে আবদুল্লাহ (রা.) বলেন: আমি রাসূল (সা.) এর সাথে ঈদের দিন নামাজ আদায় করেছি। তিনি খুতবার পূর্বে নামাজ আদায় করেন। কোন আযান কিংবা ইকামাত ছাড়াই।’ [সহিহ মুসলিম, হাদিস: ৮৮৫]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم