প্রশ্ন
আমাদের এলাকায় এক দরিদ্র লোককে আমি যাকাতের হকদার মনে করে যাকাত দিয়ে দিই। কিন্ত পরে শুনতে পাই যে, সে হিন্দু। আমি জানতে চাচ্ছি, এতে কি আমার যাকাত আদায় হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কোন হিন্দু বা অমুসলিমকে যাকাত দিলে যাকাত আদায় হয় না। ভুলক্রমে দিলেও তা আদায় হয় না। যাকাত গ্রহণের উপযুক্ত হল কেবল মুসলিমগণ।
বিশিষ্ট তাবেয়ি ইবরাহীম নাখায়ি (রহ.) বলেন-
عن إبراهيم النخعي قال : لا يعطى اليهودي ، ولا النصراني من الزكاة
‘ইয়াহুদি বা খ্রিস্টানকে যাকাত দেওয়া যাবে না।’ [মুসান্নাফে আবদুর রাযযাক, হাদিস: ৭১৬৬]
তাই আপনার পুনরায় যাকাত আদায় করতে হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم