প্রশ্ন
যারা বিধর্মীদের ঘরে জন্ম নেয় তারা কি আল্লাহর রহমত থেকে বঞ্চিত?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বিধর্মীদের ঘরে জন্ম নিলেই কেউ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায় না। বরং প্রতিটি শিশু আল্লাহর রহমত নিয়েই দুনিয়াতে আগমন করে।
হাদিস শরিফে এসেছে,
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: كُلُّ مَوْلُودٍ يُولَدُ عَلَى الفِطْرَةِ، فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ، أَوْ يُنَصِّرَانِهِ، أَوْ يُمَجِّسَانِهِ، كَمَثَلِ البَهِيمَةِ تُنْتَجُ البَهِيمَةَ هَلْ تَرَى فِيهَا جَدْعَاءَ
‘আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সা.) ইরশাদ করেছেন, প্রত্যেক নবজাতক ফিতরাত তথা ইসলামের উপর জন্মগ্রহণ করে। এরপর তার মাতাপিতা তাকে ইয়াহুদী বা খৃস্টান অথবা অগ্নি উপাসকরূপে রূপান্তরিত করে। যেমন চতুষ্পদ জন্তু একটি পূর্ণাঙ্গ বাচ্চা জন্ম দেয়। তোমরা কি তাকে (জন্মগত) কানকাটা দেখেছ?’ [সহিহ বুখারি, হাদিস: ১৩৮৫]
কিন্তু যখন সে প্রাপ্তবয়স্ক হয় তখন তার কর্তব্য হল, সুস্থ বিবেক বুদ্ধির মাধ্যমে আল্লাহর পরিচয় লাভ করা। যখন সে তা করে না, তখন সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে পড়ে। পরিশেষে কাফের অবস্থায় মৃত্যুবরণ করে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়।
সুতরাং বিধর্মীদের ঘরে জন্ম নেওয়াটা দোষের নয়, বরং প্রাপ্তবয়স্ক হওয়ার পর আল্লাহর পরিচয় লাভ না করাটা দোষের।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم