প্রশ্ন
নারীদের জন্য পায়ে মেহেদি ব্যবহার করা কি বৈধ?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
শরিয়তের দৃষ্টিতে নারীদের জন্য মেহেদি ব্যবহার করা মুস্তাহাব।
হাদিস শরিফে এসেছে, ‘রাসূল (সা.) মেয়েদের হাতে মেহেদির আলামত না থাকা অপছন্দ করতেন।’ [সুনানে কুবরা, বাইহাকি ৭/৫০৯]
আরেক বর্ণনায় এসেছে,
عَنْ عَلِيِّ بْنِ الْمُبَارَكِ، قَالَ: حَدَّثَتْنِي كَرِيمَةُ بِنْتُ هَمَّامٍ، أَنَّ امْرَأَةً أَتَتْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، فَسَأَلَتْهَا عَنْ خِضَابِ الْحِنَّاءِ، فَقَالَتْ: لَا بَأْسَ بِهِ
‘আলী ইবনে মুবারক (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, কারীমাহ বিনতে হাম্মাম (রহ.) আমাকে বর্ণনা করেন যে, এক মহিলা মেহেদির খেযাব লাগানো সম্পর্কে আয়েশা (রা.)-কে জিজ্ঞেস করলে তিনি বলেন, এটা ব্যবহারে কোনো দোষ নেই।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৪১৬৪]
তাই নারীরা হাতে পায়ে যেকোনো জায়গায় মেহেদি লাগাতে পারবে।
আলবাহরুর রায়েক ৮/২০৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم