প্রশ্ন
আলহামদুলিল্লাহ, আমি আমার ফরজ হজ্ব আদায় করেছি। প্রতি বছর আমার যাবতীয় খরচাদির পর কিছু টাকা বেঁচে যায়। আমি ইচ্ছা করেছি সেই টাকা দিয়ে উমরা করব। কিন্তু আমার এক বন্ধু বলল, বারবার উমরা করার চেয়ে ঐ টাকা গরিবদেরকে দান করে দেওয়া উত্তম। আমার প্রশ্ন হল, আমার সেই বন্ধুর কথাটি কি সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হাদিসে বারবার হজ্ব ও উমরা করার ফজিলতের কথা যেমন বলা হয়েছে ঠিক তেমনি গরিবদেরকে দান করার ফজিলতের কথাও বলা হয়েছে।
হজ্ব ও উমরা করার ফজিলতের ব্যাপারে হাদিস শরিফে এসেছে,
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم تَابِعُوا بَيْنَ الْحَجِّ وَالْعُمْرَةِ فَإِنَّهُمَا يَنْفِيَانِ الْفَقْرَ وَالذُّنُوبَ كَمَا يَنْفِي الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ وَالذَّهَبِ وَالْفِضَّةِ وَلَيْسَ لِلْحَجَّةِ الْمَبْرُورَةِ ثَوَابٌ إِلاَّ الْجَنَّةُ
‘আবদুল্লাহ ইবনেমাসউদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা.) বলেন, তোমরা হজ্ব ও উমরা একটার পর অপরটা কর; কারণ এ দুটো আমল দারিদ্র ও গুনাহ বিদূরিত করে দেয়। যেমন ভাটার আগুনে লোহা ও সোনা-রূপার ময়লা-জং দূরিভূত হয়ে থাকে। একটি কবুল হজ্জের প্রতিদান তো জান্নাত ছাড়া আর কিছুই নয়।’ [সুনানে ইবনে মাজাহ, হাদিস: ২৮৮৭; সুনানে তিরমিযী, হাদিস: ৮১০]
আর গরিবদেরকে দান করার ফজিলতের ব্যাপারে হাদিস শরিফে এসেছে,
أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَا تَصَدَّقَ أَحَدٌ بِصَدَقَةٍ مِنْ طَيِّبٍ وَلاَ يَقْبَلُ اللَّهُ إِلاَّ الطَّيِّبَ إِلاَّ أَخَذَهَا الرَّحْمَنُ بِيَمِينِهِ وَإِنْ كَانَتْ تَمْرَةً تَرْبُو فِي كَفِّ الرَّحْمَنِ حَتَّى تَكُونَ أَعْظَمَ مِنَ الْجَبَلِ كَمَا يُرَبِّي أَحَدُكُمْ فَلُوَّهُ أَوْ فَصِيلَهُ
‘আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা.) বলেন, তোমাদের কেউ যখন হালাল ও পবিত্র মাল থেকে সদকা দেয় আর আল্লাহ তো পবিত্র ও হালাল ছাড়া কিছুই গ্রহণ করেন না। তখন দয়াময় তাঁর ডান হাতে তা গ্রহণ করেন। একটি খেজুর হলেও তা দয়াময়ের হাতের তালুতে বৃদ্ধি পেতে থাকে, এমনকি তা পাহাড় থেকে বিরাট হয়, যেমন তোমাদের তত্ত্বাবধানে তোমাদের ঘোড়া বা গাভীর বাচ্চা বৃদ্ধি পেতে থাকে।’ [সুনানে তিরমিযী, হাদিস: ৬৬১]
সুতরাং বারবার হজ্ব-উমরা ও গরিবদের দান করা উভয়ই আল্লাহর কাছে প্রিয় আমল। তবে অবস্থার প্রেক্ষিতে একটি অপরটির তুলনায় আল্লাহর কাছে অধিক প্রিয় হবে। যদি মানুষের প্রয়োজন বেশি থাকে তাহলে বারবার হজ্ব-উমরা করার চেয়ে গরিবদের দান করাই বেশি যুক্তিযুক্ত হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم