প্রশ্ন
এ বছর আমার ছোট ভাই আমাদের গরু কুরবানি করে। সে এখনো বালেগ হয়নি তবে ভালোভাবে জবাই করতে সক্ষম। কিন্তু এলাকার কয়েকজন লোক বলল, কুরবানি করার জন্য বালেগ হওয়া শর্ত। নাবালেগ কুরবানি করলে তা শুদ্ধ হয় না। জানতে চাচ্ছি, ঐ ব্যক্তিদের কথা কি সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জবাই শুদ্ধ হওয়ার জন্য বালেগ হওয়া শর্ত নয়। বরং নাবালেগ যদি সুন্দরভাবে জবাই করতে পারে তাহলেও তার কুরবানি শুদ্ধ হয়ে যাবে।
হাদিস শরিফে এসেছে,
عن ابن عباس قال: من ذبح من صغير، أو كبير ذكر أو أنثى فكل
‘ইবনে আব্বাস (রা.) বলেন, বালেগ, নাবালেগ, পুরুষ, মহিলা যেই (পশু) জবাই করুক তা খাও।’ [মুসান্নাফে আবদুর রাযযাক,হাদিস: ৮৫৫২]
তাই আপনাদের কুরবানি শুদ্ধ হয়েছে। ঐ ব্যক্তিদের কথা ঠিক নয়।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم