প্রশ্ন
আমাদের এলাকায় একটি নিয়ম রয়েছে। সেটি হল মাঝে মাঝে সেখানে গরু জবাই হয়। যেদিন জবাই হবে তার দুই একদিন আগে জবাইদাতা বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন লোকদের থেকে গোশত কেনার লিস্ট নিয়ে আসে। সে সময় তিনি সকলের কাছ থেকে কেজি প্রতি অগ্রিম ১৫০ টাকা করে রেখে দেন। বাকি টাকা পরবর্তীতে গোশত দেওয়ার সময় গ্রহণ করেন। এভাবে লেনদেন করা কি জায়েয আছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, উক্ত লেনদেন জায়েয আছে। এখানে নাজায়েয হওয়ার কিছু নেই। কারণ যদিও হাদিসে শরিফে পণ্য করায়ত্ত করার পূর্বে ক্রয়-বিক্রয় করতে নিষেধ করা হয়েছে
عن ابن عباس :أن النبي صلى الله عليه وسلم قال (من ابتاع طعاما فلا يبعه حتى يستوفيه)
‘কেউ কোন খাদ্য ক্রয় করলে তার কবযা করার পূর্বে বিক্রি করবে না।’ [সুনানে তিরমিযি, হাদিস: ১৩০৯]
কিন্তু এখানে প্রথমে ১৫০ টাকা নিয়ে লোকটি পণ্য বিক্রি করছে না। বরং পণ্য নেওয়ার নিশ্চিতকরণের জন্য টাকাটা গ্রহণ করেছে।
পরবর্তীতে গোশত দিয়ে বাকি টাকা গ্রহণ করার সময়ই চুক্তিটি সম্পন্ন হয়ে যাবে। এমন ক্রয়-বিক্রয় জায়েয আছে।
রদ্দুল মুহতার ৪/৫১৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم