প্রশ্ন
রোজা অবস্থায় কেউ যদি তরকারির স্বাদ চেখে দেখে তাহলে কি তার রোজা ভেঙ্গে যাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যদি শুধু জিহ্বার মধ্যে লাগিয়ে তা ফেলে দেয় এবং ধুয়ে ফেলে তাহলে যেহেতু তা গলার ভেতরে প্রবেশ করেনি তাই এর কারণে রোজা ভাঙ্গবে না।
আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন: ‘রোজা অবস্থায় সিরকা বা অন্য কোন বস্তুর স্বাদ গ্রহণ করলে যদি তা গলার ভেতরে না যায় তাহলে রোজা ভাঙ্গবে না।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা ৬/২০২]
অবশ্য এ ক্ষেত্রে ভালোভাবে সতর্কতা অবলম্বন করতে হবে, যেন কোনভাবেই তা গলার ভেতরে প্রবেশ না করে।
যদি গলার ভেতরে স্বাদ অনুভূত হয় তাহলে রোজা ভেঙ্গে যাবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم