প্রশ্ন
আমি জানতে চাই, যদি শাবানের ২৯তম তারিখে আকাশ মেঘাচ্ছন থাকে তাহলে রমজান প্রমাণিত হওয়ার জন্য কয় জন মানুষের চাঁদ দেখা লাগবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আকাশ মেঘাচ্ছন্ন হলে একজন দ্বীনদার ব্যক্তির চাঁদ দেখাই যথেষ্ট। তিনি চাঁদ দেখার কথা বললেই রমজান মাস প্রমাণিত হয়ে যাবে।
হাদিস শরিফে এসেছে, আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন: এক মরুবাসী রাসূল (সা.)-এর কাছে চাঁদ দেখার ব্যাপারে সাক্ষ্য দিল। রাসূল (সা.) তাকে জিজ্ঞাসা করলেন: তুমি কি এ কথার সাক্ষ্য দাও যে, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই এবং আমি আল্লাহর রাসূল?
সে বলল: হ্যাঁ।
রাসূল (সা.) তখন সকলকে রোজা রাখার নির্দেশ দিলেন। [সুনানে আবু দাউদ ২৩৩৩, মুসতাদরাকে হাকেম ১/৪২৪]
আলবাহরুর রায়েক ২/২৬৩, রদ্দুল মুহতার ২/৩৮৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم