প্রশ্ন
কেউ যদি রমজান মাসে রোজা না রাখে তাহলে আখেরাতে তার কী শাস্তি হবে? হাদিসের আলোকে জানতে চাচ্ছি।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রোজা ইসলামের পঞ্চম স্তম্ভের একটি। রোজা রাখলে যেমন বিপুল সওয়াবের ভাগীদার হওয়া যায় ঠিক তেমনি রোজা না রাখলে এর শাস্তিও খুব কঠিন। বিনা ওজরে রোজা ছেড়ে দেওয়ার কোন সুযোগ নেই।
হাদিস শরিফে এসেছে,
بَيْنَا أَنَا نَائِمٌ إِذْ أُتِيتُ فَانْطُلِقَ بِي إِلَى جَبَلٍ وَعْرٍ، فَقِيلَ اصْعَدْ، فَقُلْتُ: إِنِّي لَسْتُ أَسْتَطِيعُ الصَّعُودَ، قَالَ: أَنَا سَأُسَهِّلُهُ لَكَ. قَالَ: فَصَعِدْتُ حَتَّى إِذَا كُنْتُ فِي سَوَاءِ الْجَبَلِ، إِذْ أَنَا بِأَصْوَاتٍ، فَقُلْتُ: مَا هَذِهِ الْأَصْوَاتُ؟ قِيلَ: هَذِهِ أَصْوَاتُ جَهَنَّمَ… ثُمَّ انْطَلَقَ بِي حَتَّى مَرَرْتُ عَلَى قَوْمٍ مُعَلَّقِينَ بِعَرَاقِيبِهِمْ مُشَقَّقَةٌ أَشْدَاقُهُمْ تَسِيلُ أَشْدَاقُهُمْ دَمًا، فَقُلْتُ: مَنْ هَؤُلَاءِ؟ قَالَ: هَؤُلَاءِ الَّذِينَ يُفْطِرُونَ قَبْلَ حِينِ فِطْرِهِمْ
‘একদা আমি ঘুমিয়ে ছিলাম, সহসা একজন লোক এসে আমাকে ধরে এক দুর্গম পাহাড়ে নিয়ে গেল।আমাকে বলা হল, আরোহণ কর। আমি বললাম, আমি আরোহণ করতে পারি না। সেবলল, আমি তোমাকে সাহায্য করব। আমি ওপরে আরোহণ করলাম। যখন পাহাড়ের চূড়ায় পৌঁছলাম, বিভিন্ন বিকট শব্দের সম্মুখীন হলাম। আমি বললাম, এ আওয়াজ কিসের? তারা বলল, এগুলো জাহান্নামের আওয়াজ। অতঃপর সে আমাকে নিয়ে রওনা করল, আমি এমন লোকদের সম্মুখীন হলাম, যাদেরকে হাঁটুতে ঝুলিয়ে রাখা হয়েছে, তাদের চোয়াল ক্ষতবিক্ষত, অবিরত রক্ত ঝরছে। রাসূল (সা.) বললেন, আমি বললাম, এরা কারা? সে বলল, এরা হচ্ছে সেসব লোক, যারা রোজা পূর্ণ হওয়ার আগে ভেঙ্গে ফেলত।’ [আল মুজামুল কাবীর লিত তাবরানী, হাদিস: ৭৬৬৭]
সুতরাং গুরুত্বসহকারে রমজানের রোজাগুলো রাখা উচিৎ। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করুন।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم