প্রশ্ন
একটি ক্যালেন্ডারে দেখতে পেলাম, ইফতারের পর একটি দোয়া পড়ার কথা লেখা আছে। এরকম কোন দোয়া আছে কি? থাকলে দোয়াটি কী? অর্থ ও রেফারেন্সসহ জানতে চাই।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইফতারের পর একটি দোয়া পড়ার কথা হাদিস শরিফে বর্ণিত হয়েছে। হাদিস শরিফে এসেছে-
كان رسول الله صلى الله عليه وسلم إذا أفطر قال : ذهب الظمأ وابتلت العروق وثبت الاجر إن شاء الله
‘রাসূল (সা.) ইফতারের পর এই দোয়া পড়তেন-
ذهب الظمأ وابتلت العروق وثبت الاجر إن شاء الله
অর্থ: পিপাসা দূর হল। শিরা-উপশিরা সতেজ হল। আর আল্লাহ চাইলে রোজার সওয়াব লিপিবদ্ধ হল।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ২৩৫৭]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم