প্রশ্ন
আমি স্বামীসহ গত মাসে বাবার বাড়ি যাই। কিন্তু সেখানে তার ইন্তেকাল হয়ে যায়। এখন আমার প্রশ্ন হলো, আমি কোথায় ইদ্দত পালন করব? স্বামীর বাড়িতে, নাকি বাবার বাড়িতে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
স্বামীর বাড়িতে ইদ্দত পালন করা আবশ্যক। একটি দীর্ঘ হাদিসে রাসূল (সা.) একজন মহিলাকে স্বামীর বাড়িতে ইদ্দত পালন করতে বলেছেন।
হাদিস শরিফে এসেছে,
‘যয়নাব বিনতে কাব ইবনে উজরা (রা.) হতে বর্ণিত আছে, তাকে মালেক ইবনে সিনান (রা.)-এর মেয়ে এবং আবু সাঈদখুদরী (রা.)-এর বোন ফুরাইআ (রা.) জানিয়েছেন, তিনি রাসূল (সা.)-এর কাছে আসেন একটা প্রশ্ন করার উদ্দেশ্যে যে, ইদ্দতের জন্য তার নিজের বংশ খুদরা গোত্রে যেতে পারেন কিনা। তার স্বামী তার কয়েকটি পলাতক গোলামের খোঁজে গিয়েছিলেন। তিনি যখন প্রত্যাবর্তন করছিলেন তখন তাদের সাথে সাক্ষাৎ ঘটে এবং তারা সেখানে তাকে মেরে ফেলে। ফুরাইআ (রা.) বলেন, আমি রাসূল (সা.)-এর নিকট আমার বাবার বাড়ী যাওয়ার উদ্দেশ্যে আবেদন করলাম।কেননা, আমার জন্য আমার স্বামী তার নিজস্ব কোন ঘর রেখে যাননি, এমনকি ভরণ-পোষণের খরচপাতিও নয়। ফুরাইআ (রা.) বলেন, রাসূল (সা.) হ্যাঁ বললেন। তিনি বলেন, তারপর আমি ফিরে চললাম। আমি শুধু (তাঁর) হুজরা অথবা মসজিদের নিকটে পৌঁছলাম, তখন রাসূল (সা.) আমাকে আবার ডাকলেন বা আমাকে ডাকার নির্দেশ দিলেন। আমাকে তিনি প্রশ্ন করলেন, তুমি কি বলেছিলে? ফুরাইআ (রা.) বলেন, আমার স্বামী সম্পর্কে পূর্বে আমি যে ঘটনা বলেছিলাম তার নিকট তা আবার বললাম। তিনি বললেন, তুমি তোমার ঘরেই (স্বামীর ঘরে) থাক ইদ্দত পূর্ণ না হওয়া পর্যন্ত। ফুরাইআ (রা.) বলেন, আমি এখানে ইদ্দত পালন করলাম চার মাস দশদিন। তিনি বলেন, তারপর উসমান (রা.) খলীফা হওয়ার পর তিনি আমার কাছে লোক পাঠিয়ে এ বিষয়টি জানতে চাইলেন। আমি এ প্রসঙ্গে তাকে জানালাম। তিনি এর অনুসরণ করেছেন এবং সে অনুযায়ী ফায়সালা দিয়েছেন।’ [সুনানে তিরমিযী, হাদিস: ১২০৪]
সুতরাং আপনার স্বামীর বাড়িতে ফিরে এসে সেখানে ইদ্দত পালন করতে হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم