প্রশ্ন
অনেক মানুষকে দেখা যায়, দাড়ি ছোট করে মোচ বড় রাখে। দেখে মনে হয়, দীর্ঘ দিন ধরে মোচ কাটে না। আমার প্রশ্ন হল, শরিয়তে মোচ বড় রাখার বিধান কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
গোঁফ খাট করা স্বভাব বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত। তাই গোঁফ লম্বা করা যাবে না। কেউ যদি চল্লিশ দিন পর্যন্ত গোঁফ না কাটে তাহলে সে গুনাহগার হবে। হাদিস শরিফে এসেছে
عن أنس بن مالك عن النبي صلى الله عليه وسلم أنه وقت لهم في كل أربعين ليلة تقليم الأظفار وأخذ الشارب وحلق العانة
‘আনাস ইবনে মালেক (রা.) বলেন: রাসূল (সা.) তাদের জন্য নখ কাটা, গোঁফ কাটা, এবং নাভির নিচের পশম পরিষ্কারের জন্য সর্বোচ্চ চল্লিশ দিন সময় নির্ধারণ করে দিয়েছেন।’ [সুনানে তিরমিযি, হাদিস: ২৭৫৮]
আরেক হাদিসে এসেছে, রাসূল (সা.) বলেন-
مَنْ لَمْ يَحْلِقْ عَانَتَهُ وَيُقَلِّمْ أَظْفَارَهُ وَيَجُزَّ شَارِبَهُ فَلَيْسَ مِنَّا
‘যে নাভির নিচের লোম পরিষ্কার করে না, নখ ছোট করে না এবং গোঁফ খাট করে না সে আমার দলভুক্ত নয়।’ [মুসনাদে আহমাদ, হাদিস: ২৩৪৮০]
তাই এভাবে মোচ লম্বা করে রাখা বৈধ নয়।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم