প্রশ্ন
আমি একটি বড় ধরনের গুনাহ করে ফেলেছি। আমি তা মুখেও উচ্চারণ করতে লজ্জাবোধ করছি। আমি জানতে চাই, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মানুষ মাত্রই ভুল করে। ভুল করাই মানুষের স্বভাব। তাই আপনি যত বড় ভুল করুন না কেন আল্লাহ তাআলা থেকে নিরাশ হওয়া যাবে না। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-
لا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا
‘তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন।’ [সূরা যুমার, আয়াত: ৫৩]
হাদিস শরিফে রয়েছে, রাসূল (সা.) বলেন-
كل بني آدم خطاء و خير الخطائين التوابون
‘প্রত্যেক বনী আদমই ভুল করে। তবে সর্বোত্তম ভুলকারী হল যে তাওবা করে।’ [মুসতাদরাকে হাকেম, হাদিস: ৭৬১৭]
তাই আপনি যত বড় গুনাহই করুন না কেন আল্লাহ তাআলার কাছে তাওবা করুন এবং কায়মনোবাক্যে ক্ষমা প্রার্থনা করুন। ইনশাআল্লাহ তিনি আপনাকে ক্ষমা করে দিবেন।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم