প্রশ্ন
কিছুদিন আগে আমার বড় ভাইয়ের একটি ছেলে হয়। তিনি এই খুশিতে পাড়া প্রতিবেশিদের মাঝে মিষ্টি বিতরণ করেন। প্রশ্ন হলো, ভাইয়ার এ কাজটি কি ঠিক হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সন্তান আল্লাহ তাআলার একটি দান। তাই সন্তান জন্ম লাভের কারণে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা ও খুশি প্রকাশ করা চাই। ইবরাহীম (আ.) এর যখন পুত্র সন্তান লাভ করেন তখন তিনি আল্লাহর প্রশংসা করেছিলেন।
কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
الْحَمْدُ لِلّهِ الَّذِي وَهَبَ لِي عَلَى الْكِبَرِ إِسْمَاعِيلَ وَإِسْحَقَ إِنَّ رَبِّي لَسَمِيعُ الدُّعَاء
‘সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি আমাকে এই বার্ধক্যে ইসমাঈল ও ইসহাক দান করেছেন নিশ্চয় আমার পালনকর্তা দোয়া শ্রবণ করেন।’ [সূরা ইবরাহিম, আয়াত: ৩৯]
তাই খুশি প্রকাশ করতে গিয়ে পাড়া প্রতিবেশির মাঝে মিষ্টি বিতরণে শরিয়তের দৃষ্টিতে কোনো সমস্যা নেই। তবে তিনি যদি শুধু পুত্র সন্তান হওয়ার খুশিতে মিষ্টি বিতরণ করে থাকেন। কন্যা সন্তান হলে এমনটি না করতেন তাহলে এই কাজটি অত্যন্ত গর্হিত ও জাহেলী যুগের কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত হবে। এক্ষেত্রে তাকে আল্লাহর কাছে তওবা করতে হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم