প্রশ্ন
আমাদের এলাকার এক লোক বললেন, জিকিরের জন্য তসবিহ দানা ব্যবহার করা বিদআত। আমি জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তির কথা কি ঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
তসবিহ দানা ব্যবহার করা জিকিরের মাধ্যম। তাই তা আঙ্গুলে গণনা করে জিকির করার মতই হল। সুতরাং একে বিদআত বলার কোনো সুযোগ নেই।
হাদিস শরিফে এসেছে,
دَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ ﷺ وَبَيْنَ يَدَيَّ أَرْبَعَةُ آلَافِ نَوَاةٍ أُسَبِّحُ بِهَا ، فَقَالَ : لَقَدْ سَبَّحْتِ بِهَذِهِ ، أَلَا أُعَلِّمُكِ بِأَكْثَرَ مِمَّا سَبَّحْتِ بِهِ ، فَقُلْتُ : بَلَى عَلِّمْنِي . فَقَالَ : قُولِي : سُبْحَانَ اللَّهِ عَدَدَ خَلْقِهِ
‘একদিন রাসূল (সা.) আমার কাছে এলেন। আমার কাছে তখন চার হাজার খেজুরের বীচি ছিল। এগুলো দ্বারা আমি তাসবিহ পাঠ করছিলাম। তিনি বললেন, তুমি তো এগুলোর মাধ্যমে তাসবিহ পাঠ করছ। যে পরিমাণ তাসবিহ তুমি পাঠ করেছ, তদপেক্ষা বেশী পরিমাণের উপায় কি আমি তোমাকে শিখিয়ে দিব? আমি বললাম, অবশ্যই আমাকে শিখিয়ে দিন। তিনি বললেন, তুমি বলবে,সৃষ্টির পরিমাণ সংখ্যকবার সুবহানাল্লাহ।’ [সুনানে তিরমিযি, হাদিস: ৩৫৫৪]
তবে আঙ্গুলে গণনা করা উত্তম।
কেননা হাদিস শরিফে এসেছে,
أَنَّ النَّبِيَّ ﷺ أَمَرَهُنَّ أَنْ يُرَاعِينَ بِالتَّكْبِيرِ وَالتَّقْدِيسِ وَالتَّهْلِيلِ وَأَنْ يَعْقِدْنَ بِالْأَنَامِلِ فَإِنَّهُنَّ مَسْئُولَاتٌ مُسْتَنْطَقَاتٌ
‘রাসূল (সা.) তাদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা তাকবির, তাকদিস এবং তাহলিল এগুলো খুব ভালভাবে স্মরণে রাখবে এবং এগুলোকে আঙ্গুলে গুণে রাখবে। কেননা আঙ্গুলগুলোকে জিজ্ঞাসা করা হবে এবং এগুলোও সেদিন (কেয়ামতের দিন) কথা বলবে।’ [মুসনাদে আহমাদ, হাদিস: ২৫৮৪১; সুনানে আবু দাউদ, হাদিস: ১৫০১]
আলমাউসুয়াতুল ফিকহিয়্যা ১১/২৮৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم