প্রশ্ন
আমাদের এলাকায় লোকমুখে প্রচলিত যে, কুরবানির দিন কুরবানি করার আগ পর্যন্ত রোজা রাখতে হয়। কুরবানি হয়ে গেলে কুরবানির পশুর গোশত দ্বারা রোজা ভাঙ্গতে হয়। প্রশ্ন হলো, এ ব্যাপারে শরিয়ত কী বলে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কুরবানির দিন কুরবানির পশু জবাই করার আগ পর্যন্ত রোজা রাখতে হবে- শরিয়তে এর কোনো ভিত্তি নেই। তবে এ দিনের মুস্তাহাব আমল হলো, কুরবানির পশুর গোশত দিয়ে সে দিনের খাবার শুরু করা।
হাদিস শরিফে এসেছে,
كان رسول الله صلى الله عليه وسلم: لا يغدو يوم الفطر حتى يأكل، ولا يأكل يوم الأضحى حتى يرجع فيأكل من أضحيته
‘ঈদুল আযহার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানীর গোশত খাওয়ার আগ পর্যন্ত অন্য কিছু খেতেন না।’ [মুনাদে আহমাদ, হাদিস: ২২৯৮৪]
তাই সকাল থেকে কুরবানির পশুর গোশত দ্বারা খাবার শুরু করার আগ পর্যন্ত যথাসম্ভব খাওয়া দাওয়া থেকে বিরত থাকাটাই উত্তম হবে।
বাদায়েউস সানায়ে ১/৩২৪; আলবাহরুর রায়েক ২/১৬৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم