প্রশ্ন
আমার বিয়ের সময় আমি ৫ ভরি স্বর্ণ ও ১ লক্ষ টাকা মূল্যের একটি ডায়মন্ড সেট পেয়েছিলাম। বর্তমানে এগুলো ছাড়া আমার কাছে আর কোনো সম্পদ নেই। এমতাবস্থায় আমার উপর কি যাকাত আসবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ডায়মন্ড সেট যতই মূল্যবান হোক না কেনো, তার উপর যাকাত আসবে না।
হাদিস শরিফে এসেছে,
عن عكرمة، قال: ليس في حجر اللؤلؤ، ولا حجر الزمرد زكاة
‘ইকরিমা (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, মণি, মুক্তা ও পান্নাতে কোনো যাকাত নেই।’ [মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস: ১০০৬৭]
আর স্বর্ণ ছাড়া যদি অন্য কোনো যাকাত যোগ্য সম্পদ আপনার কাছে না থাকে, তাহলে সেই স্বর্ণের উপরও যাকাত আসবে না। কারণ শুধু স্বর্ণের উপর যাকাত ফরজ হওয়ার জন্য সাড়ে ৭ ভরি হওয়া জরুরি। অন্যথায় যাকাত আসে না।
আলমুহীতুল বুরহানী ৩/১৫৬; রদ্দুল মুহতার ২/২৯৭; আলবাহরুর রায়েক ২/২২৬, ২/২২৭; ফাতাওয়া তাতারখানিয়া ৩/১৫৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم