প্রশ্ন
আমি কুরআন তেলাওয়াত করার জন্য অধিকাংশ সময় মসজিদে গিয়ে থাকি। কখনো কখনো এমন হয় যে, কুরআন তেলাওয়াত করতে করতে ঝিমুনি এসে যায়। তাই মসজিদেই শুয়ে পড়ি। এমতাবস্থায় আমার জন্য মসজিদে ঘুমানো কি দোষনীয়?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কুরআন তেলাওয়াত বা কোনো ইবাদত বন্দেগী করতে গিয়ে যদি মসজিদে ঘুম এসে যায়, তাহলে মসজিদে ঘুমানো দোষনীয় নয়।
হাদিস শরিফে এসেছে,
عَنْ أَنَسٍ، قَالَ كَانَ أَصْحَابُ رَسُولِ اللهِ صلي الله عليه وسلم يَنْتَظِرُونَ الْعِشَاءَ الآخِرَةَ حَتَّى تَخْفِقَ رُءُوسُهُمْ
‘আনাস (রা.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সা.)-এর সাহাবীগণ ইশার নামাজের জন্য এতক্ষণ অপেক্ষা করতেন যে (তন্দ্রায়) তাদের মাথা ঢলে পড়ত।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ২০০]
তবে এক্ষেত্রে নফল ইতিকাফের নিয়ত করে নেওয়া উত্তম হবে।
এছাড়া সাধারণ অবস্থায় মুসাফির, ইতিকাফকারী ও দ্বীনি কোনো কাজের প্রয়োজন ছাড়া মসজিদে ঘুমানো মাকরূহ।
আলবাহরুর রায়েক ২/৩৬; রদ্দুল মুহতার ১/৬৬১; শরহুল মুনইয়াহ ৬১২; আততাজনীস ১/৩৬৯; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/২৭৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم