প্রশ্ন
আমার বাচ্চা চাদরের কিনারে পেশাব করেছে। এখন আমি কি অপর কিনারায় নামাজ পড়তে পারবো?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কাপড় বা শরীরে যদি নাপাক লাগে তাহলে তা পবিত্র করে নিতে হবে।
কুরআন মাজিদে এসেছে,
وَثِيَابَكَ فَطَهِّرْ
‘আর তোমার পোশাক-পরিচ্ছদ পবিত্র কর।’ [সূরা মুদদাসসির, আয়াত: ৪]
হাদিস শরিফে এসেছে,
الطهور شطر الإيمان
‘পবিত্রতা ইমানের অঙ্গ।’ [সহিহ মুসলিম, হাদিস: ২২৩]
তবে চাদরের এক কিনারায় যদি নাপাক লাগে তাহলে অপর কিনারা পাক থাকলে সেখানে নামাজ পড়া যাবে।
আল বাহরুর রায়েক ১/৪৬৬; ফাতওয়ায়ে হিন্দিয়া ১/৬২; রদ্দুল মুহতার ২/৯২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم