প্রশ্ন
আমার বড় ভাই হজ্ব ফরজ হওয়ার পরও হজ্ব করতে যাচ্ছে না। আমি জানতে চাচ্ছি, হজ্ব না করার গুনাহ কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সামর্থ্যবান ব্যক্তির উপর হজ্ব ফরজ। হজ্ব শুধু ফরজই নয় বরং হজ্ব ইসলামের মৌলিক বিধানসমূহের একটি।
আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন-
وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ
‘আল্লাহর জন্য মানুষের উপর বায়তুল্লাহর হজ্ব করা ফরজ, ঐ ব্যক্তির জন্য যে সে পর্যন্ত পৌঁছতে সক্ষম।’ [সূরা আলে ইমরান, আয়াত: ৯৭]
যে ব্যক্তি হজ্ব ফরজ হওয়ার পরও হজ্ব করলো না তার জন্য কঠিন শাস্তি রয়েছে।
হাদিস শরিফে এসেছে-
(من ملك زادا وراحلة تبلغه إلى بيت الله ولم يحج فلا عليه أن يموت يهود يا أو نصرانيا وذالك الله يقول في كتابه ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا
‘যে ব্যক্তি ( হজ্ব আদায় করার) সম্বল এবং এমন আরোহীর মালিক হবে, যা বায়তুল্লাহ শরীফ পর্যন্ত পৌঁছতে সক্ষম অথচ হজ্ব আদায় করলো না সে ইহুদী হয়ে মৃত্যুবরণ করল অথবা নাসারা হয়ে মৃত্যুবরণ করল তাতে কোনো তারতম্য নেই। কেননা আল্লাহ পাক বলেন সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর ঘরের হজ্ব আদায় করা অপরিহার্য।’ [সুনানে তিরমিযি, হাদিস: ১৫৪]
আল্লাহ তাআলা আপনার ভাইকে হজ্ব করার তাওফিক দান করুন। এবং আমাদেরকেও তাওফিক দান করুন।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم