প্রশ্ন
আমি জানতে চাচ্ছি, দোয়া কবুল হওয়ার জন্য কী কী শর্ত রয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
দোয়া কবুলের বেশ কিছু শর্ত রয়েছে। যেমন:
১. আল্লাহ ছাড়া আর কারও কাছে না চাওয়া
২. দোয়ার মধ্যে তাড়াহুড়া না করা।
৩. হারাম খাবার না খাওয়া।
৪. দোয়ার মধ্যে তাড়াহুড়া না করা।
৫. আল্লাহর প্রতি উত্তম ধারণা রাখা
৬. ফরজ আমল বাদ দিয়ে দোয়াতে মশগুল না হওয়া।
৭. দোয়ার ক্ষেত্রে সীমালঙ্ঘন না করা।
৮. মনোযোগের সাথে দোয়া করা।
৯. দোয়ার মধ্যে পাপের কিছু না থাকা।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইবনে আব্বাস (রা.)-কে উদ্দেশ্য করে বলেন: ‘যখন প্রার্থনা করবে তখন শুধু আল্লাহ্র কাছে প্রার্থনা করবে এবং যখন সাহায্য চাইবে তখন শুধু আল্লাহ্র কাছে সাহায্য চাইবে।’ [সুনানে তিরমিযি, হাদিস: ২৫১৬]
অন্য হাদিসে এসেছে, ‘তোমাদের কারো দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ পর্যন্ত না সে তাড়াহুড়া করে বলে যে: ‘আমি দোয়া করেছি; কিন্তু, আমার দোয়া কবুল হয়নি’। [সহিহ বুখারি, হাদিস: ৬৩৪০]
হাদিসে কুদসীতে আল্লাহ তাআলা বলেন, ‘আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তেমন।’ [সহিহ বুখারি, হাদিস: ৭৪০৫ ও সহিহ মুসলিম, হাদিস: ৪৬৭৫]
অপর এক হাদিসে এসেছে,
রাসূল (সা.) এমন ব্যক্তির কথা উল্লেখ করেন, যিনি দীর্ঘ সফর করেছেন, মাথার চুল উষ্কখুষ্ক হয়ে আছে; তিনি আসমানের দিকে হাত তুলে বলেন: ইয়া রব্ব, ইয়া রব্ব! কিন্তু, তার খাবার-খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পরিধেয় হারাম, সে হারাম খেয়ে পরিপুষ্ট হয়েছে তাহলে এমন ব্যক্তির দোয়া কিভাবে কবুল হবে?[সহিহ মুসলিম,হাদিস: ১০১৫]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم